চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হেলাল হুমায়ুনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩০ অক্টোবর রোববার।
এ উপলক্ষে চট্টগ্রামনগরীতে তাঁর বাস ভবনের কমিউনিটি হলে খতমে কোরআন, তাহলিল, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাতকানিয়ায় মরহুমের প্রতিষ্ঠিত আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, তালগাঁও আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল হেলাল মহিলা মাদ্রাসায় কবর জেয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আল হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে এতিম ও দুস্থদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণের কর্মসূচি রয়েছে।
বর্ণাঢ্য জীবনে তিনি দৈনিক নয়াদিগন্তসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় চট্টগ্রাম ব্যুরো প্রধান, সাংবাদিক সংগঠন ও সমাজ কল্যাণমূলক সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বহুমূখী প্রতিভার অধিকারী হেলাল হুমায়ুন ১৯৫৬ সালের ১৫ জুন চট্টগ্রামের সাতকানিয়ার তালগাঁও গ্রামে জন্ম গ্রহন করেন। ২০১৬ সালের ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
জেএন/এফও/এমআর