জাতীয় নির্বাচন উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামে প্রথম বড় পরিসরে শোডাউন করলো এরশাদের জাতীয় পার্টির জোটের অন্যতম দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এর অংশ হিসেবে এক মোটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম এ মতিন। শোভাযাত্রায় কয়েকশ’ মোটর সাইকেল, দলীয় প্রতীক মোমবাতি নিয়ে বেশকিছু থ্রি হুইলার গাড়ি দেখা যায়।
শনিবার (২৭ অক্টোবর) দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় মোটর শোভাযাত্রাটি প্রদক্ষিণ করেন। এতে দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সরকার ও যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পটিয়া থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বদিউল আলম উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি সকাল সাড়ে ৮টায় নগরের আমানত শাহ্ মাজার জেয়ারতের মাধ্যমে শুরু হয়। পরে আনোয়ারা উপজেলার চাতুরী-চৌমুহনী, আনোয়ারা সদর, পটিয়ার মইজ্জ্যারটেক, চন্দনাইশ সদর, গাছবাড়িয়া কলেজ গেইট, পটিয়া বাসস্টেশন, পটিয়া থানার মোড়, উপজেলা চত্বর, বোয়ালখালী ফুলতলা হয়ে সন্ধ্যায় নগরের কাপ্তাই রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।
এতে ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন ছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শ ও ম আবদুস ছামাদ, ইসলামী ফ্রন্ট নেতা আল্লামা আবু সুফিয়ান আবেদী, সৈয়দ মসিউদ্দুল্লাহ, যুবসেনার কেন্দ্রীয় সেক্রেটারী সৈয়দ মোঃ আবু আজম, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এইচ এম শহিদুল্লাহ, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আহমদ হোসেন আলকাদেরী, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ইয়ার মোহাম্মদ পেয়ারু, পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি পীরজাদা শামুনুর রশিদ আমিরীসহ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জয়নিউজ/জুলফিকার