বাংলাদেশ মানবাধিকার ফোরাম (বিএইচআরএফ) চট্টগ্রাম বিভাগীয় অফিস উদ্বোধন হয়েছে।
রোববার সন্ধ্যায় এ উপলক্ষে বহদ্দারহাটস্হ চম্পা মার্কেটে আকতার উদ্দিন রানার সভাপতিত্বে ও জিএম মাহাবুব হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মেরনসান স্কুলের এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ডক্টর সানা উল্লাহ। উদ্বোধক ছিলেন মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম শহীদ উল্লাহ রনি। বিশেষ অতিথি ছিলেন, আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মিজান চৌধুরী, লাইফ মেম্বার সার্জেন মেজর অব: আজিজুর রহমান, ফোরামের সাধারন সম্পাদক আলহাজ্ব লায়ন এয়াকুব, সহ সভাপতি লায়ন জানে আলম, অলি উদ্দিন হাওলাদার প্রমুখ।
বক্তব্য রাখেন মহিলা মেম্বার সানজিদা আকতার রিনা,তৌহিদুল ইসলাম, আকতার,মোঃ হারুন, জামাল হোসেন,মিসেস তানিয়া,হেলেন আকতার, জেসমিন আকতার জেসি,ফাতেমা আকতার ডলি, ফরিদা ইয়াছমিন,আনিসুর রহমান বাবলু, মনজুর আলম বাবুল,আবু বক্কর হারন, রিদুয়ান আলম, মোহাম্মদ মধু হোসেন প্রমুখ।
জেএন/এফও/এমআর