রোহিঙ্গা শিবিরে এপিবিএনের চিরুনি অভিযান

 

- Advertisement -

রোহিঙ্গা শিবিরে এপিবিএনের চিরুনি অভিযান

- Advertisement -google news follower

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে হত্যাকাণ্ড ঠেকাতে ২য় দফায় ‘অপারেশন রুট আউট’ নামে চিরুনি অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোববার (৩০ অক্টোবর) রাত থেকে সোমবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে এপিবিএন এই অভিযান পরিচালনা করে।

- Advertisement -islamibank

এসময় ডাকাতি, অস্ত্র আইনসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত মোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার-শনিবার চালানো ১ম দফার সাঁড়াশি অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।

৮ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক টার্গেট কিলিং হচ্ছে। গত চার মাসে রোহিঙ্গা ক্যাম্পে ৬ মাঝিসহ অন্তত ২০ জন খুন হয়েছেন। এর মধ্য ৭ জন স্বেচ্ছাসেবক। সর্বশেষ গত বৃহস্পতিবার ২ জন রোহিঙ্গাকে হত্যা করা হয়। এজন্য টার্গেট কিলিং রোধ করতে ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’ নামে যৌথভাবে বিশেষ অভিযান শুরু করি আমরা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ জন ডাকা‌তি প্রস্তু‌তি মামলার এজাহারনামা আসামি।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM