ঘোড়ার জুতার হালি সোয়া লাখ টাকা!

ঘোড়ার খুরের নিচে স্টিলের যে পাতটা লাগানো হয়, সেটাকেই গত ১০০ বছর ঘোড়ার জুতা নামে চিনে সবাই। তবে এখন সময় এসেছে পরিবর্তনের। আমেরিকার কেন্টাকির বিখ্যাত জুতা ডিজাইনার মার্কাস ফ্লয়েড ‘দ্যা হর্স কিক’ নামের জুতার ডিজাইন করেছেন। জুতাগুলো শুধু ঘোড়ার পায়ে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

- Advertisement -

আমেরিকার এসআরজিএস অ্যাকাডেমি আয়োজিত ওয়ার্কশপ দ্যা শু সার্জনসে শেখা কৌশল ব্যবহার করে ডিজাইনার ফ্লয়েড এই জুতাগুলো তৈরি করেছেন।

- Advertisement -google news follower

দ্যা হর্স কিকস ওয়েবসাইটে গিয়ে সহজেই এই জুতা অর্ডার করা যাবে। বিভিন্ন ডিজাইনের এই জুতাগুলোর দাম শুরু হয়েছে হালি ১ লাখ ২০ হাজার টাকা থেকে (১,২০০ ডলার)। তবে জুতার দামের ১০ শতাংশ দাতব্য কাজে ব্যয় করবেন ডিজাইনার ফ্লয়েড।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM