শিক্ষার্থীদেরকে পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে- আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদেরকে ক্লাসে পাঠ্যশিক্ষা দান করা একজন শিক্ষকের পেশাগত দায়িত্ব। তবে শিক্ষার্থীকে পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দান করা শিক্ষকের নৈতিক দায়িত্ব। পাঠ্যশিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবে। ডাক্তার,ইঞ্জিনিয়ার,ব্যারিস্টার হবে। কিন্তু নৈতিক শিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একজন দেশপ্রেমিক, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। নীতি-নৈতিকতা বিবর্জিত মানুষ বিদ্বান হলেও সমাজের কোন উপকারে আসে না।

- Advertisement -

আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শেরশাহ কলোনি ডা. মজহারুল হক হাই স্কুলের উদ্যোগে মিলাদ মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে শেরশাহ কলোনি ডা. মজহারুল হক শাহ স্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম, মাওলানা মঞ্জুর আলম, মাওলানা ইউসুফ আমিনী, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য মো. সালাউদ্দিন, অভিভাবক সদস্য মো. ফজল আমিন, মো. শাকিল, মো. তিতুমীর প্রমুখ বক্তব্য রাখেন।

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামদ,নাত,কেরাত,গজল ও হাদীস পাঠে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মঞ্জুর আলম।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM