মৃত্যুহীন দিনে দেশে ৮৮ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে নতুন কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৪১ শতাংশ।

- Advertisement -

আগের দিন রোববার ১১৫ জন রোগী শনাক্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল চারজনের। শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ।

- Advertisement -google news follower

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ২৪০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৪২৩ জন।

গত ২৪ ঘণ্টায় ৩১৫ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জন।

- Advertisement -islamibank

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM