চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজ মঙ্গলবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ২ জনই উপজেলায়। ১ জন রাউজান ও অন্যজন বোয়ালখালী উপজেলার বাসিন্দা। গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে শতকরা করোনা পজেটিভ হার ৩ দশমিক ৮৪ শতাংশ।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৬৭ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩৯৭ জন এবং গ্রামের ৩৫ হাজার ৭০ জন।
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে গতকাল ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে উপজেলা পর্যায়ে একজনের করোনা পজিটিভ আসে।
ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে গতকাল ২১ জনের নমুনা পরীক্ষা করা হলেও এতে কারো পজেটিভ আসেনি। বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ৯ জনের করোনা পরীক্ষায় উপজেলার একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।
জেএন/পিআর