অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্ণফুলী ও ফটিকছড়িতে ভোটযুদ্ধ চলছে

কর্ণফুলী উপজেলা পরিষদ ও ফটিকছড়ির পৌরসভা
নির্বাচন আজ বুধবার সকাল ৮টায় শুরু হয়েছে। সকাল ১১ টা পর্যন্ত অপ্রতিকর কোন ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।

- Advertisement -

নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিংয়ে মাঠে নামানো হয়েছে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

- Advertisement -google news follower

এ দুই নির্বাচনেই নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী থাকায় জমজমাট ভোটযুদ্ধ হচ্ছে। ইভিএমে ভোট হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে আগ্রহ রয়েছে।

জানা যায়, কর্ণফুলীর ৪৫টি ভোটকেন্দ্রের ৩২০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। উপজেলায় এক লাখ ১৬ হাজার ৫৭২ জন ভোটার এসব কেন্দ্রে ভোট দিবে। তবে জমজমাট ভোটযুদ্ধ হচ্ছে চেয়ারম্যান পদে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাঠে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। দুই প্রার্থীর পক্ষে থাকতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মাঠে আছেন।

- Advertisement -islamibank

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনেও এবার নৌকার প্রার্থী মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে মেয়র পদে লড়ছেন এএসএম মিনহাজুল ইসলাম জসিম। এই দুই প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে জমজমাট। মেয়র পদ ছাড়াও সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফটিকছড়িতে ১৯টি কেন্দ্রের ১০৩টি বুথে ভোট প্রদান করছে ৩৬ হাজার ২৪৬ ভোটার। নির্বাচনী নিরাপত্তায় ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM