চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনোীত ইসমাইল হোসেন। তিনি পেয়েছেন ১২০৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্ধি মোবাইল প্রতীকের প্রার্থী মিনহাজুল ইসলাম জসীম পেয়েছেন ৬৮৮৯ ভোট।
বুধবার (২ নভেম্বর) নির্বাচন শেষে রাতে উপজেলা পরিষদের শহীদ জহুরুল হক মিলনায়নে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
ইসমাইল হোসেন ২০১২ সালে প্রথম ফটিকছড়ি পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর টানা জয় পেয়ে এবার হ্যাট্রিক করেছেন।
এর পূর্বে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রঃহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোথাও কোন ধরনের গোলযোগের সংবাদ পাওয়া যায়নি। তবে, ৮ নং ওয়ার্ডের ধুরুং পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মিনহাজুল ইসলাম জসিম অভিযোগ করেন প্রতিদ্বন্ধি প্রার্থীর সমর্থকরা তাঁর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। পাশাপাশি ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ করায় ধীরগতির অভিযোগ এনেছেন ভোটারার। যার কারণে ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে।
এদিকে, ২ নং ওয়ার্ডের রাঙ্গামাটিয়া ফকির মুহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ইভিএম’র সমস্যা দেখা দেয়ায় কিছুক্ষণ ভোট বন্ধ ছিল। পরে ভোট গ্রহণ শুরু করা হয়।
অন্যদিকে, ৯ সাধারণ ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন- ১ নং ওয়ার্ডে সাংবাদিক মুহাম্মদ রফিকুল আলম, ২ নং ওয়ার্ডে আলাউদ্দিন আল রাকিব, ৩ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৪ নং ওয়ার্ডে আব্দুল্লাহ চৌধুর ৫ নং ওয়ার্ডে জহির উদ্দিন বাবর, ৬ নং ওয়ার্ডে জসিম উদ্দিন, ৭ নং ওয়ার্ডে মৌলানা এহসানুল করিম, ৮ নং ওয়ার্ডে গোলাপ মওলা গোলাপ এবং ৯ নং ওয়ার্ডে আবুল হাশেম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সেলিনা বেগম, ফিরোজা বেগম ও রোকেয়া বেগম।
জেএন/এমআর