২৭ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচন

রংপুর সিটি করপোরেশনের নির্বাচন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

- Advertisement -

আজ কমিশনসভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিব মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, সিটি নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

- Advertisement -google news follower

নির্বাচন ভবনে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনসভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন স্থানীয় সরকার পরিষদের নির্বাচন ও উপনির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনার পর পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো : (১) বাঘা, রাজশাহী। (২) বিরল, দিনাজপুর। (৩) বোদা, পঞ্চগড়। (৪) আলফাডাঙ্গা, ফরিদপুর এবং (৫) বনপাড়া, নাটোর।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM