চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৬৯

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ নভেম্বর) চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা আবুল কালাম (৫০)। চট্টগ্রামে এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ২৩ এবং সরকারি হাসপাতালে ৪৬ জন চিকিৎসা নিচ্ছেন।

- Advertisement -google news follower

চট্টগ্রামে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর মোট দুই হাজার ৮৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শুধুমাত্র অক্টোবর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৯২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM