বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে খাদিজা বেগম (৬৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলার আজিজ নগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আজিজ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন কোম্পানি জানান, সকাল সাড়ে ৭টার দিকে খদিজা বেগম নিজের ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বন্য হাতিটি আক্রমণ করলে ঘটনাস্থলেই খাদিজা বেগমের মৃত্যু হয়। এ সময় আহত হন মোজাম্মেল বয়াতি (৬৮) ও আমির আলি (৭৫) নামে আরও দুজন। আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, বন্য হাতির আক্রমণে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে বন আইন মোতাবেক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। লামা উপজেলার বিভিন্ন এলাকায় বন্য হাতির আনাগোনা বেড়েছে। জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানান এ কর্মকর্তা।
জেএন/এমআর