বাড়ির পেছনে খেলছিলো আট বছরের শিশু দীপক। এসময় বিষধর একটি কোবরা সাপ তার শরীর ও হাতে জড়িয়ে যায়। এক পর্যায়ে সাপটি শিশুটিকে কামড় দেয়।
এতে ক্ষুদ্ধ হয়ে হাত থেকে সাপটি ছাড়ানোর চেষ্টা করে দীপক। কিন্তু কিছুতেই ছাড়াতে পারছিল না। তারপর ওই কোবরাকে কামড়ে দেয় দীপক। এতেই মারা যায় বিষধর সাপ কোবরা।
ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের জশপুর জেলার পান্দ্রপথ গ্রামে। এই ঘটনার পর ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরে দীপক।
দীপক বলে, ‘ওই সময় আমার প্রচণ্ড ব্যথা করছিল। সাপটিকে ছাড়াতে পারছিলাম না। চেষ্টা করেও ছাড়াতে না পেরে আমি সাপটিকে দুবার কামড় দেয়। খুব দ্রুত এসব ঘটেছে। ’
দীপককে যে হাসপাতালে নেয়া হয়েছে সেখানকার চিকিৎসক জেমস মিঞ্জ বলেন, ‘ছেলেটিকে সাপে কাটার ওষুধ দেওয়া হয়েছিল। একদিন পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
জেএন/পিআর