হালদা নদীতে জাল বসিয়ে জরিমানা দিল ২ মাছ শিকারী

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জাল বসিয়ে মাছ শিকার করার অপরাধে দুজনকে আটকের পর দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে রাউজান উপজেলা প্রশাসন।

- Advertisement -

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ দুই মাছ শিকারিকে অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় এক হাজার মিটার ঘেরজাল জব্দ করে প্রশাসন।

- Advertisement -google news follower

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বলেন, গোপন সূত্রের খবরে গতকাল সন্ধ্যায় হালদা নদীর রাউজান উপজেলাস্থ নোয়াজিশপুর ইউনিয়নের ইন্দিরা ঘাট, নদীমপুর, পশ্চিম ফতেহ নগর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করেন রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এ সময় হালদা নদীতে জাল বসিয়ে মাছ শিকার করার অপরাধে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে দশহাজার টাকা জরিমানা আদায় করা হয়।

- Advertisement -islamibank

হালদা নদীর মা মাছ, ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM