উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আজ রোববার শুরু। সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা হবে। চট্টগ্রামে ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রামে ৪৫ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৪৮ হাজার ৫৪৩ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিবে। এবার গত বছরের তুলনায় ৭ হাজার ২১৩ জন পরীক্ষার্থী কমেছে। ১১১টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম জেলায় (নগরসহ) ৬৮ হাজার ৯৯৬ জন, কক্সবাজারে ১১ হাজার ৪৫৪ জন, রাঙ্গামাটিতে ৫ হাজার ১১৫ জন, খাগড়াছড়িতে ৫ হাজার ৪৭১ জন, বান্দরবানে ২ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে মানবিক বিভাগ থেকে ৪১ হাজার ৯৮৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৩ হাজার ২১৯ জন, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের ৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম ও ৫০টি সাধারণ ভিজিল্যান্স টিম কাজ করবে।
জেএন/এফও/এমআর