শরীরে অভিনব পন্থায় লুকিয়ে স্বর্ণপাচার করছিলো এ নারী

শরীরে অভিনব কায়দায় ১০টি স্বর্ণবার লুকিয়ে যশোরের পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন মোসা. রত্না বেগম (৩৪) নামের এক নারী।

- Advertisement -

গোপন সংবাদের খবরে বিশেষ তল্লাশী পোস্ট বসিয়ে ওই নারীর কাছ থেকে ৮২ লাখ টাকা মূল্যের ১.১৬৫ কেজি (১০০ ভরি) ওজনের ১০ পিস স্বর্ণের বার জব্দসহ তাকে আটক করেছে বিজিবি।

- Advertisement -google news follower

বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, খুলনা ব্যাটালিয়নের অধীন পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে ভারতে পাচার হতে পারে।

এরপর খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টিম অভিযান চালায়।

- Advertisement -islamibank

অভিযানে পুটখালী সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৬২ আর পিলারের কাছ থেকে রত্না বেগমকে আটক করা হয়।

এ সময় তাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা মূল্যের ১.১৬৫ কেজি (১০০ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় রত্নার স্বামী মো. কামাল হোসেনকেও আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত স্বর্ণের বারগুলো আটক নারীর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। যা পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে স্বীকারোক্তি পাওয়া গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM