ইংলিশ প্রিমিয়ার লিগে এবার আর্সেনালের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। নগর প্রতিদ্বন্দ্বীদের হারানোয় বেশ লাভই হয়েছে আর্সেনালের। ম্যানচেস্টার সিটিকে টপকে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে চলতি মৌসুমে অবিশ্বাস্য ফুটবল খেলা গানার্সরা।
বিশ্বকাপ বিরতির আগে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। কোনো দুর্ঘটনা না ঘটলে অন্তত বড়দিন পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখার দারুণ সুযোগ আছে মিকেল আর্তেতার শিষ্যদের সামনে।
তবে ঘরের মাঠে হেরে যাওয়ায় বড় ক্ষতি হয়েছে চেলসির। পয়েন্ট টেবিলের সাতে নেমে গেছে ব্লুজরা।
স্টামফোর্ড ব্রিজে মোটে একটি গোল হওয়ার কারণ দুই দলের আক্রমণভাগের নির্বিষ ফিনিশিং। চেলসি গোলের জন্য শট নেয় পাঁচটি। যার মধ্যে মোটে একটি ছিল গোলমুখে।
আক্রমণে তুলনামূলকভাবে এগিয়ে ছিল আর্সেনালই। ১৪ শট নেয় গোলের জন্য, যার মধ্যে মাত্র দুটি ছিল গোলমুখে। তার একটি থেকেই ম্যাচ জয়ের ভিত পেয়ে যায় অতিথিরা।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩ মিনিটে গাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। না প্রথমার্ধে একের পর এক মিস করা গাব্রিয়েল হেসুস না, ডিফেন্ডার গাব্রিয়েল মাগালায়েস স্বাগতিক সমর্থকদের বুকে শেল বেঁধান।
বুকায়ো সাকার কর্নারে পোস্টের কাছাকাছি জায়গা থেকে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। যে গোলই গড়ে দেয় ম্যাচের ব্যবধান।
জেএন/পিআর