বেনাপোলে ১ কেজি স্বর্ণসহ ভারতগামী যাত্রী আটক

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এক কেজি ৪৪ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

- Advertisement -

সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন তল্লাশি কেন্দ্র তাকে আটক করা হয়।

- Advertisement -google news follower

আটক সিদ্দিকুর রহমান বরগুনা জেলার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গণি মোল্লার ছেলে।

বেনাপোল কাস্টমস হাউজ শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে স্বর্ণের বড় একটি চালান পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়।

- Advertisement -islamibank

এসময় তার প্যান্টের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা নয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৪৪ গ্রাম।

তিনি আরো জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ টাকা। আটক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM