সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা।
টার্মিনাল থেকে বের হয়নি কোনো যানবাহন। সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। দুর্ভোগে পড়েছে অফিসগামী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। হেঁটে কিংবা ভাড়ায় চালিত মোটর সাইকেল বা সিএনজি অটোরিকশায় গন্তব্যে যেতে হয়েছে অনেককে। এই সুযোগে চালকরা বেশি ভাড়া আদায় করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ধর্মঘটের কারণে আটকা পড়েছে শত শত পর্যটক।
এক কলেজ শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা রাস্তায় সাধারণ মানুষ মারতে পারবে, কিন্তু কেউ তাদের বিচার করতে পারবে না। এ কেমন মানসিকতা!
শ্রমিক নেতা মনতোষ ধর বলেন, সড়কে আমাদের নিরাপত্তা নেই। আমরা সরকারকে সময় দিয়েছিলাম। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি।
পরিবহন শ্রমিক নেতা মিজানুর রহমান বলেন, সড়কে যখন তখন পরিবহন শ্রমিকদের জেল-জরিমানা গ্রহণযোগ্য নয়।
জয়নিউজ/সবুজ/আরসি