শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। দেশি খেলোয়াড়দের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে এই পর্যন্ত এক দলে ৬ জন করে ক্রিকেটার দল পেয়েছেন। বিদেশি খেলোয়াড়দের ড্রাফটের প্রথম রাউন্ড শেষে ২ জন করে ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
পাঁচ বছর আগে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তাই বিপিএলেও খেলা হয়নি মোহাম্মদ আশরাফুলের। এই বছর উঠে গেছে তার নিষেধাজ্ঞা। বিপিএলের ষষ্ঠ আসরে আশরাফুলকে দলে নিয়েছেন চিটাগং ভাইকিংস। তাকে কেনা হয়েছে ১৮ লাখ টাকায়।
বিদেশি প্লেয়ার্স ড্রাফট থেকে পাকিস্তান তারকা শহীদ আফ্রিদিকে দলে নিয়েছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আফ্রিদির সাথে কুমিল্লাতে আছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা ও দক্ষিন আফ্রিকার রাইলি রুশোকে।
রোববার (২৮ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দুপুর ১২টায় শুরু হয় আসন্ন বিপিএলের খেলোয়াড়দের ড্রাফট।
প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে দেশি খেলোয়াড়দের ঠিকানা যেখানে হলোঃ
খুলনা টাইটান্স- জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোঃ আল-আমিন, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী
রাজশাহী কিংস– সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি
চিটাগাং ভাইকিংস- মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, নাইম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক
ঢাকা ডায়নামাইটস- রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশারফ রুবেল, মোহাম্মদ শহীদ
সিলেট সিক্সার্স- আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, তোহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন
রংপুর রাইডার্স- শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী
প্রথম রাউন্ড শেষে বিদেশি খেলোয়াড়দের ঠিকানা যেখানে হলোঃ
সিলেট সিক্সার্স- ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)
রাজশাহী কিংস- ইসুরু উদানা (শ্রীলঙ্কা), লরি এভান্স (ইংল্যান্ড)
খুলনা টাইটান্স- জাহির খান (আফগানিস্তান), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
ঢাকা ডায়নামাইটস- অণ্ড্রু বিচ (দক্ষিণ আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড)
রংপুর রাইডার্স- রবি বোপারা (ইংল্যান্ড), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
চিটাগাং ভাইকিংস- ক্যামেরুন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা)
একনজরে দেখে নেওয়া যাক রিটেইনড ও ক্রয়কৃত ক্রিকেটাররা কে কোন দলে জায়গা পেয়েছেনঃ
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, সুনীল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও হযরতউল্লাহ জাজাই।
চিটাগাং ভাইকিংস: মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, লুক রঞ্চি, নাজিবউল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রাইলিঙ্ক।
খুলনা টাইটান্স: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডাউইড মালান ও আলী খান।
রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোইয়েব মালিক, আসেলা গুনারত্নে ও লিয়াম ডওসন।
সিলেট সিক্সার্স: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার ও সন্দ্বীপ লামিচানে।
রাজশাহী কিংস: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, কাইস আহমেদ ও ক্রিশ্চিয়ান জঙ্কার।
জয়নিউজ/শহীদ