বোয়ালখালীতে নাতিদের আবদার পূরণ করতে কোনো ধরণের নিরাপত্তা ছাড়াই বাইকে নিয়ে ঘুরছিলেন নানা। এসময় কালাইয়ার হাট এলাকায় সড়কে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। তিন নাতিকে নিয়ে হেলমেট ছাড়া নানা বাইক চালিয়ে যাওয়া সময় আদালতের সম্মুখে পড়েন। নানা তাঁর এ ধরণের কর্মকাণ্ড ভবিষ্যতে করবে না মর্মে অঙ্গীকার প্রকাশ করলে ভ্রাম্যমাণ আদালত তাকে সর্তক করেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) উপজেলার কানুনগোপাড়া, কালাইয়ার হাট ও দাশেরদীঘি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও।
মিনি ট্রাকে ত্রিপল ছাড়াই বালু পরিবহণের জন্য সড়ক পরিবহন আইনে ৪টি মামলায় ৯হাজার ৫০০ টাকা জরিমানা করেন আদালত।
ইউএন মোহাম্মদ মামুন বলেন, উন্মুক্তভাবে বালু পরিবহণ করলে বাতাসে তা উড়ে এসে অন্যান্য চালক, যাত্রী, পথচারীদের চোখে-মুখে পড়ে। এতে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা থাকে। তাই ত্রিপল ছাড়া বালু পরিবহণ করায় ট্রাক চালকদের জরিমানা করা হয়েছে। একই সাথে নিরাপত্তা ছাড়া গাড়ি চালানোয় কয়েকজনকে সর্তক করা হয়।
জেএন/এমআর