চকরিয়ায় পৌরসভাসহ গ্রামগঞ্জে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। গত ২ মাসে এ রোগে আক্রান্ত হয়েছে অন্তত ৫ শতাধিক রোগী। শনিবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে এ রোগে মৃত্যুবরণ করেছেন চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা গ্রামের নুরুল ইসলামের ছেলে পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু ইউছুপ জয় (২৮)।
চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডাঃ মোঃ শাহবাজ এ প্রতিনিধিকে জানিয়েছেন, প্রতি সপ্তাহে ৪-৫ জন করে ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। একটু সঙ্গতিসম্পন্ন রোগীরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
কক্সবাজার সদর হাসপাতালের ডাঃ কবির আহমদ জানান, তিনি গত ২ মাসে ৫০-৬০ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা করেছেন।
চকরিয়ার জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির বলেন, গত দু’মাসে তাদের হাসপাতালে ৩ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের রোগ সনাক্ত হওয়ার পর পর চিকিৎসা শুরু করলে রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। যাদের অবস্থা আশংকাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।
জয়নিউজ/জুলফিকার