চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তারিখ আগামী ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষে আজ ৯ নভেম্বর (বুধবার) দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এই ঘোষণা দেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
হুইপ সামশুল হক চৌধুরী এমপি, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, মাহফুজুর রহমান মিতা এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমরা প্রথমে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ১ লা ডিসেম্বর ঠিক করেছিলাম। সেটা পরিবর্তন করে ১২ ডিসেম্বর নির্ধারন করা হয়েছে। অনুরূপ ভাবে মহানগর আওয়ামী লীগের সম্মেলন আমরা প্রথমে ৪ ডিসেম্বর নির্ধারণ করেছিলাম।
৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভার কারণে সেটা হচ্ছে না। আমি আমাদের নেত্রীর অনুমতি সাপেক্ষে মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ ডিসেম্বর করতে চায়। এক সাথে জনসভার প্রস্তুতিও চলবে- পাশাপাশি সম্মেলনের প্রস্তুতিও চলবে।
জেএন/এফও/এমআর