বাংলাদেশসহ ছয়টি দেশের শতাধিক ট্রেল রানারদের নিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ট্রেল হাফ ম্যারাথন ২০২২। আগামী ১১ও ১২ নভেম্বর উপজেলার তারাখোলায় এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।
দৌঁড়কে ডেইলি লাইফস্টাইল হিসেবে জনপ্রিয় করার লক্ষ্যে হাফ ম্যারাথনের আয়োজন জানান আয়োজকরা। ম্যারাথনে ১১৫ জন পুরুষ ও ১৫ জন নারী অংশগ্রহণ করবে। এতে ট্রেল রানাররা ২১.১ এবং ১০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করবেন।
আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ফিনলে টি প্রেজেন্ট ম্যারাথন প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করছেন অদম্য আগামী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিনলে প্রধান নির্বাহী চট্টগ্রাম রাহবার এ আনোয়ার, অদম্য আগামীর সভাপতি তারেক জুয়েল, রান বাংলাদেশ এর রেস ডিরেক্টর আতিকুল ইসলাম লিমন, এম এ আশেক চৌধুরী আপন, সাজিদুল হক সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।
জেএন/এফও/এমআর