কাপড়ে ময়লা ছিটিয়ে ব্যবসায়ীর টাকার ব্যাগ নিয়ে চম্পট!

সময়টা তখন দুপুর ২টা। বেসরকারি একটি ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলে অন্য ব্যাংকে পাঁচ লাখ টাকা জমা করে বাকি ৪ লাখ টাকা নিয়ে রাস্তায় হাটছিলেন ব্যবসায়ী শামসুল আলম (৬০)।

- Advertisement -

এমন সময় তার পেছন থেকে একজন লোক বলে উঠলো আপনার পড়নের পাঞ্জাবীর পেছনে অনেক ময়লা লেগেছে। পেছন ফিরে ময়লা দেখে তিনি পরিস্কার করার চেষ্টা করছিলেন।

- Advertisement -google news follower

এদিকে সুযোগ বুঝে কেউ ব্যবসায়ী শামসুল আলমের টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশে খুঁজেও কাউকে পাওয়া যায়নি। এমনকি যে ব্যক্তিটি পাঞ্জাবীতে ময়লা লেগেছে বলেছিলো তাকেও আর পাওয়া যায়নি।

পরে উপায় অন্তর না দেখে থানায় একটি অভিযোগ করার কথা জানালেন ভুক্তভোগী সার ব্যবসায়ী শামসুল আলম। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর সোয়া ২টার সময় ময়মনসিংহ শহরের আঠারবাড়ী মোড়ে।

- Advertisement -islamibank

টাকা ছিনতাইয়ের ঘটনায় ভিকটিম থানায় এসে লিখিত অভিযোগ করেছেন জানালেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, ঘটনাস্থলের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখছি এবং চক্রটি ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM