মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসময় তিন পুলিশ সদস্যসহ আরও বেশ কয়েকজন আহত হন।
পিটসবার্গ শহরে একটি সিনাগগের (ইহুদিদের উপাসনালয়) কাছে শনিবার (২৭ অক্টোবর) সকালে এ গুলির ঘটনা ঘটে।
বিভিন্ন টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, গুলির ঘটনার পর এলাকায় ছোটাছুটি শুরু হয়ে যায়। খবর পেয়েই আশপাশ থেকে ছুটে আসে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। সেইসঙ্গে কয়েকটি অ্যাম্বুলেন্সও দেখা যায় ঘটনাস্থলে।
পুলিশের সোয়াত টিমের সঙ্গে গোলাগুলির পর আহত অবস্থায় বন্দুকধারীকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশ। তার নাম রবার্ট বাওয়ার্স এবং তার বয়স ৪৬ বছর বলে জানানো হয়েছে।
জয়নিউজ/জুলফিকার