বিশ্বজুড়ে কিছুটা কমতির দিকে প্রাণঘাতী করোনার প্রকোপ। গেল ২৪ ঘন্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৩ জন। একদিনে সুস্থ হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ১৮৬ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মারা গেছে ৬৬ লাখ ১১ হাজার ৪৮০ জন। আর করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬৩ কোটি ৯২ লাখ ৪৭০ জন।
আজ শুক্রবার (১১ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৫৭৭ জন। মারা গেছেন ১০০ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৪৪৪ জন এবং মারা গেছে ১৪৮ জন।
এছাড়া তাইওয়ানে একদিনে মারা গেছে ৬৬ জন। ফ্রান্সে ৫৩ জন, রাশিয়ায় ৬১ জন, দক্ষিণ কোরিয়ায় ৫২ জন ও ব্রাজিলে ৪১ জন।
জেএন/পিআর