প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে সংলাপের আহ্বান জানিয়ে এই চিঠি দেওয়া হয়।
রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌছে দেন জাতীয় ঐক্যফ্রন্টের দুই নেতা আ ও ম শফিক উল্যাহ ও জগলুল হায়দার আফ্রিক।
জোটের প্যাডে লেখা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি গ্রহণ করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
চিঠিতে ড. কামাল লিখেছেন, “একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটি অর্থবহ সংলাপের তাগিদ অনুভব করছে এবং সে লক্ষ্যে আপনার কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।”
জয়নিউজ/জুলফিকার