চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা আজ ১২ নভেম্বর শনিবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘আসুন নিউমোনিয়া প্রতিরোধ করি, নিউমোনিয়ার লক্ষণ দেখামাত্র শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিন’।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব নিউমোনিয়া দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামাল হায়দার, কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালট্যান্ট (শিশু) ডা. রেজিনা ইসলাম, কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. মোহাম্মদ আকরাম, কনসালটেন্ট (মেডিসিন) হামিদুল্লাহ মেহেদী, কনসালটেন্ট (গাইনী) ডা. রওশন আরা প্রমূখ।
সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মাহমুদা ইসলাম। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসক, নার্স ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শীতকালে নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যায়। সকল বয়সের লোক নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। নিউমোনিয়ার কারণে বাংলাদেশে বছরে প্রায় ২৪ হাজার শিশু মৃত্যুবরণ করে যাদের বয়স ৫ বছরের নিচে। তাই জনসচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিউমোনিয়া আক্রান্ত প্রায় রোগীই হাইপোক্সিয়ায় ভোগে। তাদের অক্সিজেনের প্রয়াজন পড়ে আর আমাদের এখানে অক্সিজেনের কোনো ঘাটতি নেই।
জেএন/এমআর