জাতীয় ডেস্ক : আওয়ামী লীগ ক্ষমতায় আছে ১৩ বছর পূর্ণ হয়ে এখন প্রায় ১৪ বছর চলছে। ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে বলেছিলাম বদলে যাবে বাংলাদেশ। সত্যিই বাংলাদেশ বদলে গেছে।
আজ রবিবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজেএমইএ এর সপ্তাহব্যাপী আয়োজন মেড ইন বাংলাদেশ উইক এর উদ্বোঝনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বাংলাদেশ ২০২১ সালের আগেই উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জন করেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত যে রূপকল্প ও প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছিলাম তা বাস্তবায়ন করেছি।
এখন কাজ হলো ২০২১ থেকে ২০৪১ এর বাংলাদেশ, আমরা চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। জাতিসংঘ ঘোষিত এসজিডি বাস্তবায়ন করা, তার ভিত্তিতেই কাজ করছি।
শেখ হাসিনা বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের ফলে পরিবর্তন আসবে আন্তর্জাতিক শ্রমবাজারে। এ কথা মাথায় রেখে মানব সম্পদকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের পাশাপাশি বেসরকারি খাতও আমরা উন্মুক্ত করে দিই। কম্পিউটার শিক্ষার মাধ্যমে প্রযুক্তি শেখার বিষয়ে আমরা গুরুত্ব দিই। ’ তিনি বাংলাদেশের বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে জানিয়ে- এই সুযোগ গ্রহণ করতে বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সরকারপ্রধান বলেন, ‘আমরা শিল্প কারখানা গড়ে তোলার পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। এখন বিশ্বের সেরা ১০ পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৯টা বাংলাদেশে। ’ তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে আমাদের পোশাক পণ্য রপ্তানি আয় ৫২.০৮ মিলিয়ন মার্কিন ডলার।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনায় মধ্যে পোশাক খাতের সংকট সামাধানে আমরা প্রণদনা দিই। বিশেষ প্রণদনা দিয়ে মহামারি পরিস্থিতি মোকাবেলা করি। ’ তিনি পোশাক শ্রমিকদের সুবিধাগুলো দেখার জন্য মালিকদের নজর দেওয়ার আহ্বান জানান।
জেএন/পিআর