ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। এর আগে একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দুই দলের এই মহারণে টস ভাগ্য এসেছে ইংল্যান্ডের পক্ষে।

- Advertisement -

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে বোলিং বেছে নিতেন।

- Advertisement -google news follower

এই ম্যাচে দুই দলের একাদশই অপরিবর্তিত রয়েছে। মার্ক উড ফেরেননি ইংল্যান্ডের একাদশে, ফেরা হয়নি ডেভিড মালানেরও। পাকিস্তান উইনিং কম্বিনেশন ধরে রেখেছে।

বৃষ্টির শঙ্কা থাকলেও মেলবোর্নে নির্ধারিত সময়েই (বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১টা ২২ মিনিট) টস সম্পন্ন হয়েছে। তবে ম্যাচ চলাকালে বৃষ্টিপাতের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

- Advertisement -islamibank

এর আগে পাকিস্তান ২ বার ফাইনাল খেলেছে, প্রথম দুই আসরে। প্রথম আসরের ফাইনালে ভারতের কাছে হারলেও ২০০৯ সালে দ্বিতীয় আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতে। ঠিক পরের আসরে অর্থাৎ তৃতীয় আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড, ২০১০ সালে। ২০১৬ সালে আবারও ফাইনালে উঠলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ইংলিশরা।

একনজরে দুই দলের একাদশ

ইংল্যান্ড : জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM