চট্টগ্রাম বন্দরে পচনশীল ৭৩ কনটেইনার পণ্য ধ্বংসের সিদ্ধান্ত

চট্টগ্রাম বন্দরে নিলাম অযোগ্য ৭৩ কনটেইনার পচনশীল পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস। কনটেইনারগুলোতে আদা, সুপারি, খেঁজুর, বীজ, মাছ জাতীয় পণ্য রয়েছে।

- Advertisement -

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মাহফুজ আলম বলেন, আগামীকাল সোমবার (১৪ নভেম্বর) থেকে পণ্য ধ্বংসের কার্যক্রম শুরু হবে। কনটেইনারগুলোর পণ্য ধ্বংস হয়ে গেলে, বন্দরের জট কমে আসবে।

- Advertisement -google news follower

মাহফুজ আলম বলেন, আদা, সুপারি, খেঁজুর, বীজ, মাছ জাতীয় পণ্য ভর্তি মোট ৭৩টির মধ্যে ১২টি রেফার্ড ও ড্রাই কনটেইনার এবং অফডকে ৬১টি ড্রাই কনটেইনার রয়েছে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পচনশীল এ পণ্যগুলো দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে আছে।

তিনি জানান, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি নিয়ে একটি ‘ধ্বংস কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভায় যাচাই-বাছাই করে এসব অযোগ্য পচনশীল পণ্য ধ্বংসের সিদ্ধান্ত হয়।

- Advertisement -islamibank

জেএন/পিআর/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM