চট্টগ্রাম বন্দরে নিলাম অযোগ্য ৭৩ কনটেইনার পচনশীল পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস। কনটেইনারগুলোতে আদা, সুপারি, খেঁজুর, বীজ, মাছ জাতীয় পণ্য রয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মাহফুজ আলম বলেন, আগামীকাল সোমবার (১৪ নভেম্বর) থেকে পণ্য ধ্বংসের কার্যক্রম শুরু হবে। কনটেইনারগুলোর পণ্য ধ্বংস হয়ে গেলে, বন্দরের জট কমে আসবে।
মাহফুজ আলম বলেন, আদা, সুপারি, খেঁজুর, বীজ, মাছ জাতীয় পণ্য ভর্তি মোট ৭৩টির মধ্যে ১২টি রেফার্ড ও ড্রাই কনটেইনার এবং অফডকে ৬১টি ড্রাই কনটেইনার রয়েছে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পচনশীল এ পণ্যগুলো দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে আছে।
তিনি জানান, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি নিয়ে একটি ‘ধ্বংস কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভায় যাচাই-বাছাই করে এসব অযোগ্য পচনশীল পণ্য ধ্বংসের সিদ্ধান্ত হয়।
জেএন/পিআর/এফও/এমআর