চট্টগ্রাম নগরের কোতোয়ালীর পুরাতন রেল স্টেশনের গ্রামীণ মাঠ ছিনতাইয়ের জন্য ওতপেতে বসেছিলেন ৫ ছিনতাইকারী। হাতে ছিল ৫টি ধারালো টিপ ছোরা। তবে ছিনতাইয়ের আগে পুলিশের জালে ধরা পড়লো তারা।
বুধবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১২টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার লামা থানার মো. বশির মিয়ার ছেলে ফারুকুল ইসলাম নয়ন (২৫), কুমিল্লা জেলার জগন্নাথপুরের খোকন মিয়ার ছেলে ইসতিয়াক রিমন ওরফে ইমন (১৯), একই জেলার মুরাদনগর থানার আবুর হোসেন ড্রাইভারের ছেলে মো. মুন্না (২৯), কোতোয়ালী থানার ভাসমান মৃত দ্বীন ইসলামের ছেলে মো. সুমন (২৫) ও সদরঘাট থানার ভাসমান মনির হোসেনের ছেলে মো. শাকিল (১৯)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ৫ ছিনতাইকারী ছিনতাইয়ের জন্য গ্রামীণ মাঠে অবস্থান করছিল। আমাদের টিম তাদেরকে ধরতে সক্ষম হন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেএন/এফও/এমআর