মহাসমাবেশকে স্মরণাতীত কালের সেরা করে তুলতে হবে- আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন তিনি বলেছেন, ৪ ডিসেম্বরের মহাসমাবেশ সুন্দর সফল ভাবে আয়োজনের জন্য আমাদেরকে দল,মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পলোগ্রাউন্ড ময়দানের মহাসমাবেশের মাধ্যমে দেশ জুড়ে আওয়ামী লীগের মহাকর্মসূচি শুরু হবে। সুতরাং এই মহাসমাবেশকে সার্থক করে তুলতে আমাদেরকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের অভ্যুদয়, ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে- এই ঐতিহ্যের ধারা অক্ষুন্ন রাখতে হবে। স্মরণাতীত কালের সেরা মহাসমাবেশে পরিণত করতে হবে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে।

- Advertisement -

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন ও পলোগ্রাউন্ডের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ, রেলওয়ে শ্রমিক লীগ, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক লীগ, বন্দর শ্রমিক কর্মচারী লীগসহ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

মত বিনিময় সভায় জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ আহবায়ক মো. ইয়াকুব, সদস্য সচিব মিরণ হোসেন মিলন, রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়াসা শ্রমিকলীগ নেতা তাজুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, বন্দর শ্রমিক কর্মচারীলীগ নেতা মীর নওশাদ, চট্টগ্রাম মহানগর হকার্স শ্রমিকলীগ নেতা মো. আলমগীর, কাজী আবদুস ছাদেক মান্না, মো. শাহীন, নুরুল আলম লেদু, হারুনুর রশিদ, লোকমান হাকিম , নাছির উদ্দীন পলাশ, তারেক হায়দার, সালাউদ্দিনসহ শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM