ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র দুই দিন। আগামীকাল হেক্সা মিশনে কাতারে যাচ্ছেন নেইমার-ভিনিসিয়াসরা। ইতালির তুরিন থেকে কাতারের উদ্দ্যেশে রওনা হবার আগে ২৬ ফুটবলারদের নিয়ে অফিশিয়াল ফটোশুট করেছে ব্রাজিল। যেখানে প্রকাশ পেয়েছে ব্রাজিলিয়ান তারকাদের জার্সি নাম্বার। আগামী ২৪ তারিখ সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।
দশ নাম্বার জার্সি পরে মাঠে নামবেন নেইমার। কাতার বিশ্বকাপে ব্রাজিলের নাম্বার নাইন টটেনহ্যাম হটস্পারের রিচার্লিসন। গোলরক্ষক আলিসন এক নম্বর জার্সি পরবেন। আর থিয়াগো সিলভা পেয়েছেন ৩ নম্বর জার্সিটা।
ব্রাজিল দলের ২৬ জনের মধ্যে কে কোন জার্সি পড়বেন?
১. আলিসন
২. দানিলো
৩. থিয়াগো সিলভা
৪. মারকুইনহোস
৫. ক্যাসেমিরো
৬. অ্যালেক্স সান্দ্রো
৭. লুকাস পাকুয়েতো
৮. ফ্রেড
৯. রিচার্লিসন
১০. নেইমার জুনিয়র
১১. রাফিনহা
১২. ওয়েভারটন
১৩. দানি আলভেস
১৪. এডার মিলিতাও
১৫. ফ্যাবিনহো
১৬. অ্যালেক্স টেলেস
১৭. ব্রুনো গুইমারেস
১৮. অ্যান্থনি
১৯. গ্যাব্রিয়েল জেসুস
২০. ভিনিসিয়াস জুনিয়র
২১. রদ্রিগো
২২. ব্রেমার
২৩. এডারসন
২৪. গ্যাব্রিয়েল মার্তিনেল্লি
২৫. পেড্রো
২৬. এভারটন রিবেইরো
জেএন/এমআর