চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ইয়াবাসহ দেলোয়ার ও হানিফ নামের দুইজনকে আটকের পর ফাঁড়িতে নেয়ার পথে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া ‘ফাঁকা গুলিতে’ হানিফের বোন নাজমার মৃত্যু হয়েছে। এ ছাড়া হামলায় আহত হন দুই পুলিশ সদস্য।
শনিবার রাত ৮টার দিকে নগরীর কালুরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, ‘দেলোয়ার ও হানিফ নামের দুজনকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটকের পর কালুরঘাট ফাঁড়িতে নিয়ে যাচ্ছিল চান্দগাঁও থানা পুলিশ। এসময় ওই এলাকার তৃতীয় লিঙ্গের কিছু মানুষ পুলিশের ওপর হামলা করে আসামিদের ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।’
এদিকে ঘটনার সময় পুলিশের ছোড়া ফাঁকা গুলিতে নাজমা নামের এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর বলেন, ‘হামলায় ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামানসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
জেএন/এফও/এমআর