চবির ‘ডি’ ইউনিটে অকৃতকার্য ৭৯ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মাত্র ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বিপরীতে ফেল করেছে ৭৯ শতাংশ।

- Advertisement -

সোমবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় ফলাফল প্রকাশ হয় বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্টার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোসেন।

- Advertisement -google news follower

এবারে ‘ডি’ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত সকল বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ (মানবিক ও বিজ্ঞান) এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগে (মানবিক গ্রুপ) ১ হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৫৬৮ জন ভর্তিচ্ছু আবেদন করে। এরমধ্যে ৩৮ হাজার ২৭৩ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৭ হাজার ৯২৪ জন। আর অকৃতকার্যের সংখ্যা ৩০ হাজার ৩৪৯ জন।

উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের পাসকৃত শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন।

- Advertisement -islamibank

পরীক্ষার ফল এবং ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) জানা যাবে।

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM