বাঁশখালীতে এক অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। উপজেলা সদরের প্রধান সড়কে বাইঙ্গাপাড়া মাদ্রাসার সামনে রোববার দিবাগত রাত ১২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাঁশখালী ফায়ার সার্ভিস সদস্যরা রাত ১২টা থেকে ২টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ৮টি দোকানের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে মো. আলী আকবরের রিকশার পার্টস্ ও ঝাল-বিতান নামের দুটি দোকান, মো. বেলালের অটোরিকশার গ্যারেজ, দেলোয়ারের কুলিং কর্ণার, মো. রহিমের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সঞ্জয় আচার্য্যের মোটর সাইকেল গ্যারেজ, বিশাল নাথের মার্তৃ আর্ট নামের কম্পিউটারের দোকান ও নুরুল কবিরের স্ক্র্যাপের দোকান।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়নিউজ/জুলফিকার