সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন, ইরানের দুই অভিনেত্রী গ্রেপ্তার

ইরানে সরকারবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়ায় দেশটির দুই খ্যাতিমান অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গ্রেপ্তার দুই অভিনেত্রী হলেন- হেনগামেহ গাজিয়ানি ও কাতাইয়ুন রিয়াহি। তারা মাথার হিজাব ছাড়া প্রকাশ্যে এসেছিলেন। একে বিক্ষোভকারীদের প্রতি সংহতি হিসেবে দেখা হচ্ছে।

- Advertisement -google news follower

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের কৌঁসুলির কার্যালয়ের আদেশক্রমে গতকাল রোববার এই দুই অভিনেত্রীকে আটক করা হয়। তারা ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন আঁতাত ও অপতৎপরতা চালিয়েছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন গাজিয়ানি। তিনি লিখেছিলেন, ‘যা–ই ঘটুক না কেন, জেনে রাখুন, আমি বরাবরের মতো ইরানের জনগণের পাশে থাকব। এটাই হয়তো আমার শেষ পোস্ট।’

- Advertisement -islamibank

গত সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে দেশটির কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের দমন–পীড়ন সত্ত্বেও এ বিক্ষোভ অব্যাহত রয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM