চট্টগ্রামের কালুরঘাট সেতুর মাঝে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের গার্ড ব্রেকটি সরানো পর স্বাভাবিক হয়েছে যানচলাচল। এতে প্রায় সাড়ে তিনঘণ্টা পর দুইপাড়ের আটকে পড়া যানবাহনের যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।
আজ সোমবার (২১ নভেম্বর) রাতে পৌণে ৯ টার দিকে উদ্ধারকারী ক্রেন লাইনচ্যুত গার্ড ব্রেকটি সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে ষ্টেশন মাস্টার অনুপম দে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেতুতে লাইনচ্যুত হয় ট্রেনের গার্ড ব্রেকটি। ফলে একমুখী সেতু দিয়ে গাড়ি পারাপার বন্ধ হয়ে যায়। এসময় কর্ণফুলী নদীর দুই পাড়ে আটকা পড়ে শতশত যানবাহন। ভোগান্তিতে যাত্রীরা। অনেক পায়ে হেঁটে সেতু পারাপার করেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল নিয়ে গিয়েছিলো। সেখান থেকে চট্টগ্রাম ফেরার পথে গার্ড ব্রেক লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত গার্ড ব্রেকটি রেখে ট্রেন অন্যান্য বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর সাড়ে তিনঘণ্টা পর রাত পৌণে ৯টার দিকে গার্ড ব্রেক উদ্ধার করে রেলওয়ে।
জেএন/পূজন সেন/পিআর