অবৈধ দখলে থাকা খাল-নালাগুলো দখলমুক্ত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কাজ করছে উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, নগরকে পরিপূর্ণভাবে জলাবদ্ধতামুক্ত সমৃদ্ধশালী চট্টগ্রামে পরিণত করতে হলে নদী ও প্রকৃতিকে রক্ষা করতে হবে।
২৯ অক্টোবর (সোমবার) বিকেলে মোহরা এলাকায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা ও পরামর্শকদের (কনসালটেন্ট) সঙ্গে নিয়ে খাল, নালা, ছড়াগুলো পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ চৌধুরী, হানিফ খান, নাছির উদ্দিন, এরশাদ আলম বিটু, কাজী মামুন, তসলিম উদ্দিন, মো. জসিম, মো. পারভেজ, কফিল উদ্দিন, লিয়াকত আলী চৌধুরী, মো. আজম, মো. খোকা, আলী আকবর, মো. ইছহাক, মো. হোসেন, ইমাম উদ্দিন, সাইফুল ইসলাম সুরুজ, আনোয়ার হোসেন।
জয়নিউজ/কাউছার/জুলফিকার