সড়কে ওয়াসার কাজের তালিকা চাইলেন মেয়র

আগামী ৬ মাস কোন কোন এলাকায় চট্টগ্রাম ওয়াসা সড়কের উপর তাদের প্রকল্প বাস্তবায়ন করছে তার তালিকা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলীকে অবহিত করতে অনুরোধ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।  সোমবার (২৯ অক্টোবর) সকালে চসিকের কনফারেন্স রুমে নগর উন্নয়ন সমন্বয় কমিটির (সিডিসিসি) ১৪তম সভায় সভাপতির বক্তব্যে মেয়র চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষকে এ অনুরোধ জানান।

- Advertisement -

তিনি এসময় বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের যে সকল সড়কের কাজ ইতিমধ্যে শেষ করেছে, সে সকল সড়ক আগামী ১ বছর যেন কাটা না হয়। নগরের পোর্ট কানেক্টিং রোডের উন্নয়ন, নালা নির্মাণের কাজ শেষের পথে। তাই আগামী ফেব্রুয়ারির মধ্যে ওই সড়কে ওয়াসার পানির সংযোগ লাইন স্থাপনের কাজ শেষ করা উচিত। এতে ওই সড়কটি পুনরায় কাটতে হবে না।

- Advertisement -google news follower

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর ছালেহ আহমদ, শফিউল আলম, আবুল হাসেম, গোলাম মো. জুবায়ের, মোহাম্মদ ইসমাইল, মো. সলিম উল্লাহ বাচ্চু, নাজমুল হক ডিউক, সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, চউক’র নির্বাহী প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটিসিএল এর ডিজিএম সমিত চাকমা, কেজিডিসিএল ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল হালিম, ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসাইন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক হারুনুর রশিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা শরন এর সহ-সভাপতি পুর্নিমা বড়ুয়া, নারী ঐক্য বাংলাদেশের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস।

জয়নিউজ/অভি/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM