যে রেকর্ডটা হতে হতে ফঁসকে গেল আর্জেন্টিনার

খেলাধুলা ডেস্ক : কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে খেলতে নামার আগে বিশাল এক বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। ম্যাচ অপরাজিত থাকার তকমা নিয়ে দলটি রীতিমতো উড়ছিল!

- Advertisement -

টানা অপরাজিত থাকার অনবদ্য এক রেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল লিওনেল মেসিদের। সেই মোতাবেক বিভিন্ন পূর্বাভাস দিয়ে প্রথম ৪৫ মিনিট পারও করেছেন। তবে রেকর্ডটি হতে হতে যেন ফঁসকে গেল।

- Advertisement -google news follower

২০১৯ থেকে এ পর্যন্ত ৩৬টি ম্যাচ হারেনি আর্জেন্টিনা। অন্যদিকে ২০১৮-২০২১ পর্যন্ত টানা ৩৭টি ম্যাচ অপরাজিত ছিল ইতালি। যারা এবারের বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।

ফলে আজ সৌদি আরকের সাথে ম্যাচ জিততে পারলেই ইতালির সে রেকর্ডে ভাগ বসাতেন এবং পরের ম্যাচ জয়ে অনবদ্য রেকর্ডের অধিকারী হতেন।

- Advertisement -islamibank

তবে টানা ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে যায় আলবেসেলিস্তাদের। লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব।

এর আগে আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ আর্জেন্টিনা হেরেছিল ২০২০ সালের ১২ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে।

অঘটনের এই ম্যাচে ১০ বার অফসাইডের ফাঁদে পড়েন আর্জেন্টাইন ফুটবলাররা। যার মধ্যে তিনবার সৌদির জালে বলও পাঠিয়েছিল তারা। অন্যদিকে সৌদি ফুটবলাররা ১ বার অফসাইডের ফাঁদে পড়েন।

এছাড়া সৌদি আরবের ফুটবলাররা ২১বার ফাউল করেন এবং ৬টি হলুদ কার্ড পান। অন্যদিকে আর্জেন্টাইনরা ৭ বার ফাউল করলেও কোনো কার্ড পাননি। আর্জেন্টিনা ও সৌদি আরব ছাড়া ‘সি’ গ্রুপের অপর দুটি দল পোল্যান্ড ও মেক্সিকো।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM