চট্টগ্রাম নগরের চন্দনপুরায় কলেজ ছাত্র মাসুদ চৌধুরীকে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রফিক ও আজিম উদ্দিন আহমেদ রাজা। রায় ঘোষণার সময় রফিককে আদালতে হাজির করা হয়। আজিম উদ্দিন পলাতক রয়েছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৬ নভেম্বর কলেজ ছাত্র মাসুদ চৌধুরীকে নগরের কোতোয়ালী থানার চন্দনপুরা এলাকায় গুলি করে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার চাচা হারুন চৌধুরী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৯ সালের ৩০ অক্টোবর পুলিশ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়। আদালতে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
জেএন/এফও/এমআর