অন্ত্যেষ্টিক্রিয়াস্থলে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে একটি অন্ত্যেষ্টিক্রিয়াস্থলে ভূমিধসের ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছে। রবিবার (২৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। সোমবার (২৮ নভেম্বর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

- Advertisement -

অঞ্চলটির গভর্নর নাসেরি পল বিয়া এক সংবাদ সম্মেলনে জানান, মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, ২০ মিটার উঁচু মাটির ড্যামের গোড়ায় একটি ফুটবল পিচে অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু মানুষ অংশ নিয়েছিল। সেখানেই ভূমিধসের ঘটনা ঘটে।

ইওয়ান্দেতে আফ্রিকার অন্যতম স্যাঁতস্যাঁতে শহর এবং এটি কয়েক ডজন খাড়া পাহাড়বেষ্টিত।

- Advertisement -islamibank

চলতি বছর ভারী বৃষ্টির কারণে বেশ কয়েকটি বিধ্বংসী বন্যার কবলে পড়েছে ক্যামেরুন, যা অবকাঠামোগত ক্ষতি করেছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM