বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট (বিপিডব্লিউটি) প্রস্তাবিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দিয়েছে। এটির কার্যক্রম শুরু হলে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা হবে ৫৯।
সোমবার (২৯ অক্টোবর) গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় পুলিশের ব্যাংকটির কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এ সময় তিনটি ব্যাংকের আবেদন ফিরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফেরত তিনটি ব্যাংক হলো বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক।
জানা যায়, আবেদনকারী বেঙ্গল ব্যাংকের প্রস্তাবিত পরিচালকদের তিনজনের বিরুদ্ধে কর সংক্রান্ত মামলা রয়েছে। পিপলস ব্যাংকটির আবেদনে প্রস্তাবিত চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ কাশেমের যাবতীয় সম্পদের হিসাব চাওয়া হয়েছে। সিটিজেন ব্যাংক যে আবেদন করেছে তাতে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না বলে তার অনুমোদন দেওয়া হয়নি।
জয়নিউজ/ফারুক/আরসি