নগরের বহদ্দারহাট এলাকার হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর এই আদালত পরিচালনা করেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে এই আদালত পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর জয়নিউজকে বলেন, বহদ্দারহাটের হোটেল জামানে অভিযান চালিয়ে দেখা যায়, তাদের মূল্য তালিকা নেই। নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি হচ্ছে। তারা নিজেদের উৎপাদিত তেলে রান্না করছে। তেল উৎপাদনে তাদের বিএসটিআই’র অনুমোদন নেই। উৎপাদিত তেলের মেয়াদও নির্ধারিত নয়।
সার্বিক অনিয়মের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।
জয়নিউজ/ফারুক/আরসি