পটিয়ার জঙ্গলখাইনে প্রান্তিক কৃষকের সাথে মতবিনিময়

পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে কৃষকের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ।

- Advertisement -

এতে বক্তব্য রাখেন, জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতুর্জা কামাল মুন্সি, পটিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাম সরওয়ার মুরাদ, ফুলকলির পরিচালক মোঃ আবছার উদ্দিন, যুবলীগ নেতা শাহেদ উদ্দিন সুমন, কৃষি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, স্কুলের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম সোহেল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য আবদুল মান্নান, মোঃ হাসান, রোমেন বড়ুয়া, প্রান্তিক কৃষক মীর আহমদ, জাকির হোসেন, সরওয়ার আহমদ, নুর মোহাম্মদ।

- Advertisement -google news follower

মতবিনিময় সভায় কৃষকরা বলেন, পটিয়া উপজেলার সার্জেন্ট মহি আলম খালে শিল্প কারখানার বর্জ্য ফেলানোর কারনে খালের পানি দুষিত হয়েছে। ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং চাষাবাদে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কৃষকের স্বার্থে সার্জেন্ট মহি আলম খালের ১ কিঃমিঃ খনন করা জরুরি। শিল্প কারখানার বর্জ্যযুক্ত পানি খালে না ফেলা, কৃষককে সার্বিকভাবে সহযোগিতা করা এবং পরিবেশ ঠিক রেখে ফুলকলিসহ শিল্প কারখানা চালু রাখার দাবি আহবান জানান।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM