চোরাই মোবাইলের আইএমআই পরিবর্তন করে বিক্রি করে ওরা ৭ জন

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ছিনতাইকারী ও পকেটমারদের কাছ থেকে কম মূল্যে মোবাইল কিনত ওরা। পরে চোরাই মোবাইলের আইএমইআই নাম্বার পরিবর্তন করে বিক্রি করতো ক্রেতাদের কাছে। এ রকম একটি চক্রের ৭ সদস্যকে সোমবার ও আজ মঙ্গলবার নগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৯৫টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রবিউল হোসেন রিফাত (২১), মাইনুল ইসলাম জুবরাজ (২৭), আমিনুর রহমান মানিক (২৫), মোঃ আরফান উদ্দিন (২৬), মামুনুর রশিদ আরফাত (৩২), মোঃ খালেক (২২) ও মুহাম্মদ সোহেল উদ্দিন (৩০)।

- Advertisement -google news follower

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, ২৮ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা এবং ২৯ নভেম্বর বেলা পৌণে ৪ টায় কোতোয়ালি থানার রিয়াজ উদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৯৫ টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

তিনি জানান, চোরচক্রটি আইএমইআই নাম্বার পরিবর্তন করে ফলে। এতে উদ্ধারকৃত চোরাই মোবাইলের মালিকানা যাচাই কঠিন হয়ে পরে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার মামলা দায়ের করা হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM